তপন মেমোরিয়াল একদিবসিয় নক-আউট ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা দখল করলো সংহতি ক্লাব

আগরতলা : ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন মেমোরিয়াল একদিবসিয় নক-আউট ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা দখল করলো সংহতি ক্লাব। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বৃহস্পতিবার এমবিবি স্টেডিয়ামে মুখোমুখি হয় কসমোপলিটন ও সংহতি।সংহতি ক্লাব  প্রথমে ব্যাট করে ৪৭ ওভার ২ বলে ১০ উইকেটে ২২৩ রান করে। সংহতি ক্লাবের হয়ে শ্রীদাম পাল ৬১ রান, অরিন্দম বর্মন ৫৬ রান ও সম্রাট সূএধর ৩৯ রান করেন।পাল্টা ব্যাট করতে নেমে কসমোপলিটন ক্লাব ২২ ওভারে ৫ বলে ৮৯ রান তলতে সক্ষম হয়।কসমোপলিটন ক্লাবের হয়ে চন্দন রায় অপরাজিত ৩২ রান করেন। সংহতি ক্লাবের হয়ে সম্রাট সূত্রধর ৩ উইকেট,  চিরঞ্জিত পাল ও সঞ্জয় মজুমদার উভয়ে ২ টি করে উইকেট তুলে নেয়।ম্যাচে কসমোপলিটানকে ১৩৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে  ২০২৩-২৪ তপন মেমোরিয়াল নকআউট খেতাব নিজেদের ঘরে তুলে সংহতি ক্লাব।

,

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM