তপন মেমোরিয়াল একদিবসিয় নক-আউট ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা দখল করলো সংহতি ক্লাব

আগরতলা : ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন মেমোরিয়াল একদিবসিয় নক-আউট ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা দখল করলো সংহতি ক্লাব। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বৃহস্পতিবার এমবিবি স্টেডিয়ামে মুখোমুখি হয় কসমোপলিটন ও সংহতি।সংহতি ক্লাব  প্রথমে ব্যাট করে ৪৭ ওভার ২ বলে ১০ উইকেটে ২২৩ রান করে। সংহতি ক্লাবের হয়ে শ্রীদাম পাল ৬১ রান, অরিন্দম বর্মন ৫৬ রান ও সম্রাট সূএধর ৩৯ রান করেন।পাল্টা ব্যাট করতে নেমে কসমোপলিটন ক্লাব ২২ ওভারে ৫ বলে ৮৯ রান তলতে সক্ষম হয়।কসমোপলিটন ক্লাবের হয়ে চন্দন রায় অপরাজিত ৩২ রান করেন। সংহতি ক্লাবের হয়ে সম্রাট সূত্রধর ৩ উইকেট,  চিরঞ্জিত পাল ও সঞ্জয় মজুমদার উভয়ে ২ টি করে উইকেট তুলে নেয়।ম্যাচে কসমোপলিটানকে ১৩৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে  ২০২৩-২৪ তপন মেমোরিয়াল নকআউট খেতাব নিজেদের ঘরে তুলে সংহতি ক্লাব।

,

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন