আগরতলা : নেশামুক্তি কেন্দ্রে নির্যাতনের শিকার ছেলেকে অর্থের অভাবে ঠিক মতো চিকিৎসা করাতে পারছেন না অসহায় মা। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে দাঁড়িয়ে নিজের করুণ কাহিনী তুলে ধরলেন মহিলা। জানা গেছে এক যুবকের নার্ভের সমস্যা থাকায় ওষুধ সঠিক সময়ে খাওয়াতে পারছিলেন না তাঁর মা।এরই মাঝে নতুননগরে গড়ে উঠা এক নেশামুক্তি কেন্দ্রের মহিলার পরিচিত লোকজন উনার ছেলেকে তাদের সেন্টারে দেওয়ার জন্য বলেন। অসহায় মহিলা এতে রাজি হয়ে যান। প্রথমে দুই মাসের কথা বলা হলেও ৫ মাস যুবককে রাখে নেশা মুক্তি কেন্দ্রে। মহিলা থেকে টাকাও নেওয়া হয়। মহিলার অভিযোগ উনার ছেলেকে নেশামুক্তি কেন্দ্রে সারা জীবনের জন্য দিয়ে দেওয়ার জন্য সেন্টারের লোকজন বললে এতে রাজি হননি। অভিযোগ এরই মধ্যে নেশা মুক্তি কেন্দ্রের লোকজন যুবকের উপরে অকথ্য নির্যাতন চালায়। এতে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। অভিযোগ সম্প্রতি যুবককে তাঁর বোনের বাড়িতে দিয়ে যায় সেন্টারের লোকজন। অবশেষে এয়ারপোর্ট থানায় সমস্ত ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন যুবকের মা।অভিযোগ পুলিস এখনও কোন পদক্ষেপ নেয়নি। বর্তমানে অসুস্থ যুবক জিবিতে চিকিৎসাধীন।তাঁর চিকিৎসার খরচও ঠিক মতো চালাতে পারছেন না অসহায় মহিলা।
এবার নতুননগর এলাকার নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ
এবার নতুননগর এলাকার নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ
280
previous post