এ ডিভিশন ক্রিকেটে শনিবার তিনটি ম্যাচ হয়

আগরতলা : ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় শনিবারও তিনটি ম্যাচ হয় তিন মাঠে। এদিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে হার্ভের মুখোমুখি হয় ওপিসি।অন্যদিকে হার্ভে ৮ উইকেটে পরাজিত করে ওপিসিকে। এমবিবি স্টেডিয়ামে মুখোমুখি হয় কসমোপলিটন ও পোলস্টার। ম্যাচে কসমোপলিটান ১২৫ রানে পরাজিত করে পোলস্টার ক্লাবকে। দিনের অপর ম্যাচে নরসিংগড়স্থিত টি আই টি মাঠে মুখোমুখি হয় চলমান সংঘ ও বিসিসি, ম্যাচে চলমান সংঘ ৮ উইকেটে বিসিসিকে পরাজিত করে লিগে দ্বিতীয় জয় তুলে নেয়।অন্যদিকে এদিনের জয়ের ফলে হ্যাট্রিক করে নেয় কসমোপলিটন ও হার্ভে।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে