আগরতলা : ত্রিপুরা ইলেক্ট্রনিক্স ই-রিক্সা শ্রমিক সংঘের নামে চাঁদাবাজির অভিযোগ।এই অভিযোগে রাজধানীতে এক টম টম চালককে ধরে পুলিসে দিলেন ই-রিক্সার অন্য শ্রমিকরা। অরূপ বিশ্বাস নামে এক টম টম চালক অনেক দিন ধরে ত্রিপুরা ইলেক্ট্রনিক্স ই-রিক্সা শ্রমিক সংঘের নাম দিয়ে অন্য শ্রমিকদের কাছ থেকে নিজের ইচ্ছেমতো চাঁদা সংগ্রহ করছে জোর করে।অভিযোগ কেউ চাঁদা না দিলে সেই টম টমের চাবি নিয়ে যায় বলেও অভিযোগ। এনিয়ে অন্য ই-রিক্সা শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়াচ্ছিল। অবশেষে রবিবার রাজধানীর বটতলা এলাকায় এই অভিযোগে অরূপ বিশ্বাস নামে এক ই-রিক্সা চালককে অন্য শ্রমিকরা ধরে ফেলে। তাকে পূর্ব আগরতলা থানায় এনে পুলিসের হাতে তুলে দেয়। অভিযুক্তের বিরুদ্ধে সংগঠনের তরফে মামলা করা হয়। অভিযোগ ঘটনায় একটি চক্র জড়িত। এদিকে অভিযুক্ত ঘটনা অস্বীকার করেছে। ঘটনাকে চাঞ্চল্য ছড়ায়।