রাজধানীতে বিক্ষোভ মিছিল- সভা সিপিএম-র

আগরতলা : উপজাতি জনপদগুলিতে দুর্ভিক্ষের পদধ্বনি, সরকার কোথায়?কাজের জন্য উপজাতি অধ্যুষিত এলাকার মানুষ দেশের বিভিন্ন অংশে এমন কি বাংলাদেশে গিয়ে কাজ করছেন।রাজ্যের সরকার বেখবর।মঙ্গলবার এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।রাজ্যের বিভিন্ন দাবি বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অগ্নিমূল্য, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলার অবনতি, বিমানের অস্বাভাবিক ভাড়া, বহিঃরাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ গ্রহণের জন্য সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সিপিআই এম মঙ্গলবার আগরতলার ওরিয়েন্ট চৌমহনীতে এক বিক্ষোভ সমাবেশ সংগঠিত করে।সভার আগে গ্রীষ্মের কাঠফাটা রোদ উপেক্ষা করে শহরে হয় মিছিল।সিপিএম পশ্চিম জেলা অফিসের সামনে থেকে বের হয় মিছিল । শহরের বিভিন্ন পথ ঘুরে ওরিয়েন্ট চৌমুহনীতে শেষ হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন ত্রিপুরার ছামনু ব্লকের গোবিন্দবাড়ী,গাছতলা উপজাতি জনপদ,ক্ষুধা,অপুষ্টি,রোগ ব্যাধি গায়ে মেখে জীবন রক্ষার রসদ খুঁজছেন।বাংলাদেশের সীমান্ত ডিঙিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গল থেকে বনজ ওষুধ(গন্ধক) সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করছেন তিনশো টাকা মজুরিতে।তিনি বলেন গত ডিসেম্বর থেকে রেগার কাজও নেই।প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন বামফ্রন্ট সরকারের হয়ে ভৃগুদাসবাড়ীতে অন্তত পনেরো দিনের পণ্যের জ্বালানী সহ পন্য মজুত করার মত গোডাউন ও তেলের ডিপো তৈরির কাজ হাতে নিয়েও তা করা যায়নি মথা ও আই পি এফ টির জন্য।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস