রক্তদানের মতো বড় কোন উপহার হতে পারে না- মুখ্যমন্ত্রী

আগরতলা : রক্তের সংকট নিরসনে স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব গুলিকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি স্কুল-কলেজের পড়ুয়াদের কাছেও আহ্বান রাখেন রক্তদানে ব্রতী হওয়ার জন্য। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের তরফে হয় মেগা রক্তদান শিবির। এদিন এ ডি নগর ৩৯ নং ওয়ার্ডের কমিউনিটি হলে হয় রক্তদান শিবির।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা,আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, টাউন বড়দোয়ালি মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় সহ বিশিষ্টজনেরা।শিবিরে অতিথিরা রক্তদাতাদের উৎসাহ দেন। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যেকোন নির্বাচনের সময়ে রক্তের স্বল্পতা দেখা দেয়। এবারো লোকসভা নির্বাচনের সময়ে স্বল্পতা দেখা দিয়েছে। তাই রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, দোকানে সব উপহার পাওয়া যায়। কিন্তু রক্ত পাওয়া যায় না। মানুষের শরীরে উদ্বৃত্ত রক্ত থাকে। সময়মতো দান না করলে শরীরের সেই রক্ত এমনিতেই নষ্ট হয়ে যায়।রক্ত দিলে নিজের শরীরে জন্যও ভাল। এই সচেতনতা মানুষের মধ্যে থাকতে হবে।তিনি বলেন, একজনের রক্ত দিয়ে চারজন ব্যক্তিকে বাঁচানো যায়। মানুষ ৬৫ বছর পর্যন্ত রক্তদান করতে পারেন।রক্তদান করলে রক্তদাতার মধ্যে একটা ঐশ্বরিক অনুভব আসে। রক্তদানের মতো আর বড় কোন উপহার হতে পারে না।

Related posts

রাজধানীতে নিজ বাড়িতে নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু এক ব্যক্তির

সদস্যপদ সংগ্রহে নামলো সারা ভারত কৃষকসভা

শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি