আগরতলা : রাজ্যে শিক্ষা-স্বাস্থ্য-আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে বলে অভিযোগ। ব্যর্থ বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এর বিরুদ্ধে পথে নামতে চলেছে ৪ টি বামপন্থী ছাত্র- যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন। সোমবার মেলারমাঠ ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানান চার সংগঠনের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে এসএফআই-র রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান, ২১ মে থেকে ২৪ মে পর্যন্ত চার সংগঠন রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল-ডেপুটেশন-সভা করবে। মঙ্গলবার আগরতলায় কর্মসূচী পালন করবে ছাত্র যুব সংগঠনগুলি। এসব কর্মসূচীতে ছাত্র-যুবদের ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। সাংবাদিক সম্মেলনে যুব নেতা নবারুণ দেব অভিযোগ বর্তমান মুখ্যমন্ত্রীর দুই বছরেই স্বাস্থ্য ক্ষেত্রে বেহাল অবস্থা। হাসপাতালে গেলে মিলে না ওষুধ, রক্ত। ঘটা করে উদ্বোধন করা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমার সুযোগ রাজ্যের কেউ পাচ্ছেন না।তিনি বলেন, উচ্চশিক্ষিত একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে উচ্চ মাপের প্রতারণা করা যায় বর্তমান মুখ্যমন্ত্রী তা করে দেখাচ্ছেন। অভিযোগ ব্লাড ব্যাংক গুলি রক্ত স্বল্পতায় ভুগছে।যুব নেতার অভিযোগ পরিকল্পিত ভাবে গোটা রাজ্যকে নেশায় ডুবিয়ে দেওয়া হচ্ছে। তিনি চার সংগঠনের তরফে রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান রাখেন এসবের বিরুদ্ধে এগিয়ে আসার। তাদের প্রশ্ন স্বাস্থ্য-আইন-শৃঙ্খলার ক্ষেত্রে ব্যর্থতার দ্বায় শিকার করে কি পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী?এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব নেতা কৌশিক রায় দেববর্মা, ছাত্র নেতা নেতাজী দেববর্মা, সুজিত ত্রিপুরা সহ অন্যরা।
২১ মে থেকে আন্দোলনে নামছে ৪ বাম ছাত্র- যুব সংগঠন
161
previous post