আগরতলা : রাজধানীতে ড্রাগসের ছড়াছড়ি। অভিযোগ আনাচে কানাচে প্রতিদিন দেদার বিক্রি হচ্ছে ড্রাগস। অল্পবয়সী যুবরা এতে জড়িয়ে পড়ছে। রবিবার সন্ধ্যারাতে গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিস অভিযান চালায় কলেজটিলা এলাকায়। সেখানে গিয়ে তারা দেখেন তিনজন যুবক ড্রাগস বিক্রি করছে। যার নেতৃত্বে রয়েছে তান্না করচৌধুরী। তাঁর বিরুদ্ধে এর আগে পূর্ব থানায় ৬ টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি ডাকাতি ও ৪ টি এনডিপিএস ধারায়। পুলিস তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এর পরে মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। ৫ জনের কাছ থেকে উদ্ধার হয় ১৪ গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হয়েছে নগদ ২৫৬০০ টাকা, ৫ টি মোবাইল, দুটি বাইক, একটি স্কুটি। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়েছে পুলিস। ধৃতরা হল তান্না করচৌধুরী, অজয় পাল, অর্জুন সরকার, পিথুস সরকার, অভিজিৎ সাহা।
রাজধানীতে ড্রাগস সহ আটক ৫
270
previous post