৯ আগস্ট থেকে কৃষকরা আন্দোলনে নামছেন- হান্নান মোল্লা

আগরতলা : স্বাধীনতার ৭৫ বছরে ভারতের সবচেয়ে কৃষক বিরোধী মোদী সরকার চলছে।এরা কর্পোরেটদের হাতে কৃষি তুলে দিয়ে দেশকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে।একে রুখতে একমাত্র কৃষক শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করার আহ্বান জানান হান্নান মোল্লা।

মঙ্গলবার কৃষক সভা , ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ ও ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন সহ সংযুক্ত কিষাণ মোর্চার সভা হয় । এদিন কৃষক- ক্ষেতমজুর ভবনে হয় সভা। পরে সাংবাদিক সম্মেলন করেন কৃষকসভার সর্বভারতীয় সহ- সভাপতি হান্নান মোল্লা, সংগঠনের রাজ্য সভাপতি, সম্পাদক সহ অন্যরা।। ২২ জুলাই আগরতলা এসেছেন হান্নান মোল্লা।দক্ষিণ জেলার বিলোনিয়ায় আলোচনা চক্র দিয়েই তাঁর এই রাজ্য সফরের শুরু ।সাথে রবিবার রাজ্য কৃষক সভার রাজ্য কমিটির সভা ও সোমবার সংযুক্ত কিষাণ মোর্চার সভা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

“স্বাধীনতার ৭৫ বৎসরে দেশে এমন কৃষক বিরোধী সরকার আর আসেনি।”তিনি অভিযোগ করেন,সরকার কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের হটতে হবে,যার কাজ শুরু হবে আগামী ৯ আগস্ট থেকে ।” সারা ভারত কৃষক সভার সহ সভাপতি হান্নান মোল্লা মোদী সরকারের তীব্র সমালোচনা করে বলেন ঐদিন থেকে শুরু হবে ভারতব্যাপী জেলায়ে জেলায় আন্দোলন।তিনি বলেন কর্পোরেটদের ১১ লাখ ৫১০০০ কোটি টাকা ঋন ছাড় দেওয়া হয়েছে ।মনিপুর প্রসঙ্গে তিনি বলেন “৭৫ বছরের অমৃত উৎসবে মণিপুরকে হিন্দু রাজ্য করার চেষ্টার ফল ভারতবাসী দেখছে।”আবেগকে কাজে লাগিয়ে সংবিধানকে কলুষিত করেছে যারা তাদের দেশ থেকে বিতাড়ন করতে হবে। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে বিষ ছড়িয়ে ধর্মের মাধ্যমে ভারতকে চালাতে চাইছে যারা তাদের রুখতে হবেই।

চাষই করতে পারেননি। সরকারী ও বেসরকারী ক্ষেত্রে ধান বিক্রির যে দাম নির্ধারিত করা হয়েছে তাতে কৃষকদের লাভের বদলে লোকসানই হচ্ছে বেশি। ফলে কৃষকরা ধানচাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। এদিকে খোলা বাজারে চালের দাম বেড়ে চলেছে প্রতিনিয়ত। রাজ্যে এবার জুমচাষ প্রায় হয়নি বললেই চলে। তিনি বলেন, কিছুদিন আগে কাঞ্চনপুরে সাংগঠনিক কাজে গিয়ে শুনেছি, সেখানকার উপজাতি অংশের শ্রমজীবী মানুষ পার্শ্ববর্তী মিজোরামে গিয়ে দিনমজুরীর কাজ করতে বাধ্য হচ্ছেন।

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা