গরমে সুস্থ থাকা নিয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান মহিলা কলেজে

আগরতলা : এবছর গ্রীষ্মকালে চলছে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে ত্রিপুরায়ও তীব্র তাপপ্রবাহ। যা কিনা কখনও এই ধরণের তাপপ্রবাহ হয়নি। স্বাভাবিকভাবেই এই তাপপ্রবাহের ফলে জনজীবনে অস্বস্তি বাড়ছে। লোকজনের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সমস্যা হচ্ছে বিশেষ করে বয়স্ক ও শিশুদের মধ্যে। তাই এই তাপপ্রবাহের পরিস্থিতিতে কিভাবে সুস্থ থাকা যায় সেনিয়ে স্বাস্থ্য সচেতনতা মূলক অনুষ্ঠান। বুধবার রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের তরফে হয় একদিনের কর্মসূচী কলেজে।এতে অংশ নেন শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রীরা। এবিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা বলেন, কিভাবে গরমকালে সুস্থ থাকা যাবে সেবিষয়ে পরামর্শ দেন চিকিৎসক।সচেতনতা মূলক অনুষ্ঠানে চিকিৎসকের সঙ্গে মতবিনিময় করেন ছাত্রীরা।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র