আগরতলা : উপজাতি ক্ষেতমজুরদের নিয়ে রাজ্যভিত্তিক শিক্ষাশিবির হয় বৃহস্পতিবার। এদিন আগরতলা মেলারমাঠ কৃষক- ক্ষেতমজুর ভবনে হয় শিবিরটি। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য পরিষদের উদ্যোগে হয় শিবিরটি। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি রাধা বল্লভ দেবনাথ, রাজ্য পরিষদের সম্পাদক শ্যামল দে, প্রাক্তন রাজ্য সভাপতি ভানু লাল সাহা, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যরা। রাজ্য সম্পাদক শ্যামল দে বলেন, রাজ্যের ক্ষেতমজুরদের মধ্যে একটা বড় অংশ উপজাতি। তিনি জানান রাজ্যে ক্ষেতমজুরের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখের উপরে। এর মধ্যে এক লাখের উপরে হচ্ছে জুমিয়া ক্ষেতমজুর। এই জুমিয়া ক্ষেতমজুরদের রাজনৈতিক দৃষ্টিকোন থেকে সংগঠিত করার লক্ষে শিক্ষা শিবির।সম্পাদক জানান সাংগঠনিক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে শিক্ষা শিবিরে।