তিন বছরের জন্য পদাধিকারীদের নাম ঘোষণা টি এফ এ-র

আগরতলা : বার্ষিক সাধারণ সভা থেকে আগামী তিন বছরের জন্য ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পদাধিকারীদের নাম মনোনীত করা হয়। রবিবার আগরতলার একটি বেসরকারি সিনেমা হলে হয় বার্ষিক সাধারণ সভা। ১২ জন পদাধিকারির নাম ঘোষণা করা হয়। সভায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশানের নতুন কমিটি নাম ঘোষণা করেন অ্যাসোসিয়েশন-এর প্রেট্রন রতন সাহা। সভাপতি ও সচিব হিসেবে পুনরায় নির্বাচিত হন যথাক্রমে প্রনব সরকার, অমিত চৌধুরী। এছাড়া সহ-সভাপতি হয়েছেন রুপক সাহা, চঞ্চল নন্দী, অমিত দেব, যুগ্ম সচিব হয়েছেন যথাক্রমে কৃঞ্চপদ সরকার, তপন সাহা, পার্থ সারথি গুপ্ত, রাজীব পাল এবং কোষাধ্যক্ষ হিসাবে শংকর প্রসাদ দত্ত। আগামী তিন বছরের জন্য তাদের মনোনীত করা হয়।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস