ইতিহাস রচনা করলেন দীপা কর্মকার

ত্রিপুরা আগরতলা ২৭ মে : প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স হিপে জিমন্যাস্টিক্সে স্বর্ণ পদক পেয়েছেন রাজ্যের তথা ভারতের গর্ব পদ্মশ্রী দীপা কর্মকার। তাঁর এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার উজবেকিস্তানের তাসখণ্ডে হয় এই আসর। মহিলাদের ভল্ট অ্যাপারেটাসে স্বর্ণপদক পান দীপা কর্মকার।দীপা কর্মকারের মোট স্কোর ১৩.৫৬৬। এর আগে কোন ভারতীয় মহিলা স্বর্ণ পদক পায় নি। তবে এর আগে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন চারজন।এক কথায় এদিন ইতিহাস রচনা করলেন রাজ্যের মেয়ে জিম্ন্যাস্ট দীপা কর্মকরা। তাঁর এই সাফল্যে খুশির জোয়ার ক্রীড়া মোদী সহ রাজ্যবাসীর।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র