ইতিহাস রচনা করলেন দীপা কর্মকার

ত্রিপুরা আগরতলা ২৭ মে : প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স হিপে জিমন্যাস্টিক্সে স্বর্ণ পদক পেয়েছেন রাজ্যের তথা ভারতের গর্ব পদ্মশ্রী দীপা কর্মকার। তাঁর এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার উজবেকিস্তানের তাসখণ্ডে হয় এই আসর। মহিলাদের ভল্ট অ্যাপারেটাসে স্বর্ণপদক পান দীপা কর্মকার।দীপা কর্মকারের মোট স্কোর ১৩.৫৬৬। এর আগে কোন ভারতীয় মহিলা স্বর্ণ পদক পায় নি। তবে এর আগে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন চারজন।এক কথায় এদিন ইতিহাস রচনা করলেন রাজ্যের মেয়ে জিম্ন্যাস্ট দীপা কর্মকরা। তাঁর এই সাফল্যে খুশির জোয়ার ক্রীড়া মোদী সহ রাজ্যবাসীর।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল