ভুতুরিয়া বিদ্যুৎ নিগমে বিক্ষোভ লাইনম্যান- হেল্পারদের

ত্রিপুরা আগরতলা : ১২ ঘণ্টা করে চার বছর ধরে নিরলস ভাবে কাজ করে গেলেও বাড়ছে না বেতন। অথচ প্রতিশ্রুতি ছিল বছরে একবার বেতন বৃদ্ধির। কিন্তু ৪ বছরে একটুও বাড়েনি বেতন। এই অবস্থায় ক্ষুব্ধ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের অধীন ভিশন প্লাস সংস্থা নিযুক্ত লাইনম্যান ও হেল্পাররা। শনিবার তারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান ভুতুরিয়া নিগমের প্রধান কার্যালয়ের সামনে। বিদ্যুৎ নিগমের এল টি লাইনে কাজ করার জন্য ভিশন প্লাস সংস্থার অধীন রাজ্যের বিভিন্ন জায়গায় লাইনম্যান ও হেল্পার হিসেবে কাজে যোগ দেন তারা। কথা ছিল একবছর পর পর বেতন বৃদ্ধির। সেই জায়গায় বেতন বৃদ্ধি তো দূর প্রাকৃতিক দুর্যোগ হলে কখনও কখনও এস টি লাইনের কাজ করতে হচ্ছে।বর্তমানে লাইনম্যানরা মাসে পান ১০৫০০ টাকা ও হেল্পাররা পায় ৭৭৭৮ টাকা।  লাইনম্যানরা এই কাজ করছেন মানুষের স্বার্থে। অভিযোগ এতে স্বল্পতা রয়েছে কর্মীর। তাছাড়া তাদের আরও অভিযোগ তাদের কাজ করানো হয় ১২ ঘণ্টা।  এই অবস্থায় বেতন বৃদ্ধি, কাজের সময় ৮ ঘণ্টা করা, কর্মীর সংখ্যা বাড়ানো সহ বিভিন্ন দাবিতে বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে লাইনম্যান ও হেল্পাররা বিক্ষোভ দেখান কাজ বন্ধ রেখে।আন্দোলনকারীদের অভিযোগ তাদের সমস্যা গুলি কর্তৃপক্ষের গোচরে বার কয়েক নেওয়া হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র