263
আগরতলা : আগরতলা শহরে মিছিল করে পুর নিগমে ডেপুটেশন দিল মহিলা কংগ্রেস। বুধবার সংগঠনের নতুন রাজ্য সভাপতির নেত্রিত্বেই হয় এই কর্মসূচী। সংগঠনের অভিযোগ শহর এলাকায় চালু থাকা শহুরি কর্মসংস্থান কর্মসূচী তথা টুয়েপে কাজ নিয়ে শাসক দল বিজেপির তরফে দলবাজি করা হচ্ছে আগরতলা পুর নিগম এলাকায়। এর প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। এদিন সংগঠনের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তীর নেতৃত্বে শহরে দুপুরে বের হয় মিছিল। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে যায় তারা। সেখান থেকে এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিয়ে দাবি জানায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামাবেন বলে হুশিয়ারি দেন।