আগরতলা : মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল তিন দিন ব্যাপী মিডিয়া ওয়ার্কশপের। বুধবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে এই কর্মশালার সূচনা হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, তথ্য- সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যরা।তথ্য সংস্কৃতি দপ্তর ও আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে হচ্ছে এই কর্মশালা।তিনদিন ব্যাপী মিডিয়া ওয়ার্কশপের মধ্যে ২৭ জুলাই হবে প্র্রিন্ট মিডিয়ার সাংবাদিকদ ও চিত্র সাংবাদিকদের জন্য পৃথক কর্মশালা। ২৮ জুলাই হবে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের জন্য ওয়ার্কশপ। সেসদিনে হবে ওয়েব মিডিয়ার সাংবাদিকদের জন্য ওয়ার্কশপ। এদিকে কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, সরকারের ভুল- ত্রুটি আঙুল দিয়ে দেখিয়ে দেয় সংবাদ মাধ্যম। মানুষের আস্থা বাড়ে নিরপেক্ষতা নিয়ে সাংবাদিকতা করলে। তিনি সাংবাদিকদের পরামর্শ দেন সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য। কর্মশালা।আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে সাংবাদিকরা এই মিডিয়া ওয়ার্কশপে অংশ নেন।