এ ডি সিতে আন্সার কি ফাঁসের ঘটনায় যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

ত্রিপুরা আগরতলা : এডিসিতে নিয়োগের পরীক্ষার আন্সার কি ফাঁস ও নীট ইউজি পরীক্ষার ফলাফলে কেলেঙ্কারির অভিযোগ এনে সরব সারা ভারত ছাত্র ফেডারেশন ও সারা ভারত যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য পরিষদ। রবিবার দুই সংগঠনের তরফে আগরতলায় সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন ছাত্র নেতা শুভদীপ মজুমদার ও যুব নেতা বিক্রমজিৎ সেনগুপ্ত। তারা এদিন এ ডি সিতে ১১০ পদে লোক নিয়োগের পরীক্ষার আন্সার কি ফাঁসের ঘটনার প্রতিবাদ জানান। বলেন, এডিসি নির্বাচনে তিপ্রা মথা জয়ী হবার পর ৩ বছরে প্রথম নিয়োগেই অনিয়ম। পরীক্ষার আগেই ফাঁস আন্সার কি। দুই সংগঠন এই কেলেঙ্কারির পূর্ণাঙ্গ ও সুষ্ঠ তদন্তের দাবি জানায় এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। শুধু তাই নয়, ফের প্রশ্নপত্র তৈরি করে অতিসত্তর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করারও দাবি জানায় এদিন। এদিকে NEET UG- তেও কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ তাদের। এই কেলেঙ্কারীর তদন্তের দাবি করেছে দুই সংগঠন। এদিকে বিজেপি ও তিপ্রা মথার ছাত্র সংগঠনের সমালোচনা করেন তারা এসব ঘটনায় নীরব ভূমিকা নিয়ে।

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা