প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা হয়

ত্রিপুরা আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মণ্ডলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা হয়।বড় স্কিনের মাধ্যমে দেখার ব্যবস্থা করা হয়। নরেন্দ্র মোদী শপথ নিতেই আনন্দ উল্লাসে মেতে উঠেন দলীয় কর্মী-সমর্থকরা। বিভিন্ন জায়গায় বাজি পুড়িয়ে নেচে আনন্দে মেতে উঠেন বিজেপি কর্মী-সমর্থকরা।রবিবার সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি দেখার জন্য ভারতীয় জনতা পার্টি আগরতলা মণ্ডলের তরফে রাধানগরে ও টাউন বড়দোয়ালি মণ্ডলের তরফে রাজবাড়ীর সামনে বড় স্কিনের ব্যবস্থা করা হয়। দলীয় কার্যকর্তা ও কর্মী- সমর্থকরা বিশাল সংখ্যায় দুই জায়গায় ছিলেন। রাধানগরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি পাপিয়া দত্ত, মণ্ডল সভাপতি হীরা লাল দেবনাথ, প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস সহ অন্যরা।রবিবার রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন আরও ৭২ জন। এর মধ্যে নরেন্দ্র মোদী সহ ৩১ জন পূর্ণমন্ত্রী।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস