ত্রিপুরা আগরতলা : হাড় হিম করা ঘটনা। শুনলে আঁতকে উঠবেন যে কেউ। গা শিহরে উঠার মতো ঘটনা। তাও খোদ রাজধানী আগরতলায়। নিজের ৮ বছরের সন্তানকে মারধর করে গলায় দড়ি দিয়ে হত্যা করার অভিযোগ জন্মদাত্রী মার বিরুদ্ধে। অভিযুক্ত পাষণ্ড মাকে গ্রেপ্তার করলো পশ্চিম মহিলা থানার পুলিস। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম জয়নগর এলাকায়। জানা গেছে সেখানে এক বাড়িতে কিছুদিন আগে ভাড়াটিয়া হিসেবে আসেন নিজের সন্তানকে নিয়ে মহিলা। তাদের বাড়ি কৈলাশহরে।স্বামী পরিত্যক্তা এই মহিলা রাজ মিস্ত্রীর যোগালির কাজ করেন। সোমবার সন্ধ্যায় নিজের ছেলেকে ঘরের দরজা বন্ধ করে বেধড়ক মারধর করেন। শিশুটি নিজে চিৎকার করছিল। তখন বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী মার মারধর থেকে বাঁচানোর জন্য এগিয়ে যান। কিন্তু সুপ্রভা গোয়ালা ঘরের দরজা বন্ধ করে রাখায় তিনি কোন কিছু করতে পারেননি।পরে এলাকারই এক ব্যক্তি এসে ডাকাডাকি করতেই মহিলা দরজা খুলেন। তখনই এই ব্যক্তি দেখেন শিশুর মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। তাঁর চিৎকারে বাড়ির মালিক ছুটে আসেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পশ্চিম থানা ও পশ্চিম মহিলা থানার পুলিস। পুলিসের সামনে নিজের সন্তানকে মেরে ফেলার কথা স্বীকার করেছেন মহিলা। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান এবং অভিযুক্ত জন্মদাত্রী মাকে থানায় নিয়ে যায়। অভিযুক্ত মহিলা জানান, ছেলের যন্ত্রণায় তিনি অতিষ্ঠ হয়ে গেছেন। ঘরের টাকা চুরি করত। কাজের স্থলে নিয়ে গেলে মানুষের জিনিসপত্র নষ্ট করতো। লেখাপড়া না করে শুধু দুষ্টুমি করতো। তাই অতিষ্ঠ হয়েই তিনি নিজের সন্তানকে হত্যা করেছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে দুষ্টুমির জন্য কি মেরেই ফেলতে হল?
নিজের শিশু সন্তানকে হত্যার অভিযোগ মা-র বিরুদ্ধে
203
previous post