বন্য হাতির তাণ্ডব রোধে বসানো হবে ওয়াচ টাওয়ার- অনিমেষ

ত্রিপুরা আগরতলা : বন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে বনমহোৎসব সপ্তাহে ৫ জুলাই রাজ্যে ৫ মিনিটে ৫ লাখ বৃক্ষরোপণ করার। এই কর্মযজ্ঞে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, প্যারামিলিটারি, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কথা হয়েছে। যে কেউ এই কর্মসূচীতে অংশ নিতে পারেন। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও মুখ্য বন সংরক্ষক সহ অন্যান্য আধিকারিকরা।সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, বন্য হাতির তাণ্ডব থেকে মানুষকে রক্ষা করতে তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী রেঞ্জে ৫ টি টাওয়ার বসাবে বন দপ্তর।এই এলিপেন্ট ওয়াচ টাওয়ার বিশেষ ভাবে তৈরি করা হবে। যেসব এলাকায় বন্য হাতির তাণ্ডব চলে সেসব এলাকা থেকে এলিপেন্ট ওয়াচার নিয়োগ করা হবে।পাশাপাশি তিনি জানান, বন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে পাইলট প্রজেক্ট হিসেবে খোয়াই জেলায় প্রথমে একটি ফুলের বাগান তৈরি করবে। বারো মাস বাগানে ফুল থাকবে। এই উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় বাগান হবে। পরবর্তী সময়ে রাজ্যের অন্য জেলায় এ ধরণের বাগান করা হবে।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM