তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বৈঠক

ত্রিপুরা আগরতলা : তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যতগুলি প্রকল্প রয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা হয় সংশ্লিষ্ট দপ্তরের পর্যালোচনা বৈঠকে।এছাড়া ২০২৪-২৫ অর্থবর্ষে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে সে বিষয়ে লক্ষ্যমাত্রা স্থির করা হয় বৈঠকে। কাজগুলিও যেন দ্রুত বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যেও এই বৈঠকে আধিকারিকদের তিনি নির্দেশ মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্য স্তরের পর্যালোচনা বৈঠক হয়। আগরতলা গুর্খাবস্তীতে হয় একদিনের বৈঠক। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও দপ্তরের অধিকর্তা সহ অন্যরা। মন্ত্রী সুধাংশু দাস বলেন, ২০২৩-২৪ অর্থ বর্ষে যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী কাজের কি অগ্রগতি হয়েছে বা কোথায় ঘাটতি রয়েছে সে বিষয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধীন যে সকল প্রকল্প গুলি রয়েছে, সেগুলি সুবিধাভোগীরা সঠিক ভাবে পাচ্ছে কিনা সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এইদিনের বৈঠকে। এদিনের বৈঠকে দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা অংশ নেন।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল