ত্রিপুরা আগরতলা : আসন্ন পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে করার ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানালো সিপিএম। সোমবার দলের তরফে এক প্রতিনিধি দল দেখা করেন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন সিপিএম নেতা প্রাক্তনমন্ত্রী মানিক দে, রতন ভৌমিক ও পবিত্র কর। সন্ধ্যারাতে সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন নেতৃত্ব। মানিক দে বলেন,বিরোধী দলের প্রার্থীরা যেন নিরাপদে মনোনয়ন পত্র জমা দিতে পারে তার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। বিগত পঞ্চায়েত নির্বাচনের সময়ের কথা তুলে ধরেন। মানিক দে বলেন,নির্বাচনে বিরোধী দলের হয়ে যারা প্রার্থী হবে, তাদের বাড়ি ঘরে হামলা হতে পারে, তাই তাদের নিরাপত্তার প্রতি নজর রাখার আবেদন জানান।কমিশনারের কাছে পেশ করা দাবি সনদের বিষয়গুলি তুলে ধরে মানিক দে জানান, রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই। ব্লক অফিস গুলিতে বিরোধীরা যেতে পারে না। গেলে আক্রান্ত হতে হয়। তাই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দাবি জানানো হয়েছিল খসড়া ভোটার তালিকার উপর দাবি আপত্তি জানানোর সময় সীমা বৃদ্ধি করা হোক। কিন্তু নির্বাচন কমিশন থেকে কোন সময়সীমা বৃদ্ধি করা হয় নি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকার করার পর দেখা যায় চূড়ান্ত ভোটার তালিকায় অসংখ্য ভুল রয়েছে।অনলাইনে প্রার্থীরা যাতে মনোনয়নপত্র জমা দিতে পারেন সেই ব্যবস্থার দাবি জানান।
নির্বাচন কমিশনারকে দাবি সনদ পেশ সিপিএম-র
128