পর্যায়ক্রমে আন্দোলনে নামছে সি আই টি ইউ

ত্রিপুরা আগরতলা : জুলাই মাসে বিভিন্ন দাবিতে আন্দোলনে নামছে সি আই টি ইউ। শ্রমজীবী অংশের মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আন্দোলন সংগঠিত করবে শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার সি আই টি ইউ রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। তিনি অভিযোগ করেন,রাজ্যের বিজেপি সরকার বিভিন্ন দপ্তরে ইন্টার্ভিউ নেওয়ার পরে বাতিল করে দিয়েছে। নতুন করে কোন কর্মসংস্থানের ব্যবস্থা এই সরকার করছে না। অভিযোগ মাঝে মধ্যে চুক্তির মাধ্যমে বাইরের কিছু লোককে কাজ দেওয়া হচ্ছে চাকরি। এতে বঞ্চিত হচ্ছেন রাজ্যের বেকাররা। সি আই টি ইউর সাধারণ সম্পাদক আরও বলেন, রাজ্যের বিভিন্ন চা বাগানের জায়গা দখলের প্রক্রিয়া শুরু হয়েছে।এর প্রতিবাদে ১ জুলাই বিভিন্ন বাগানের সমস্যা নিয়ে সারা রাজ্যে শ্রম দপ্তরে গণডেপুটেশন সংগঠিত করা হবে।এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় হবে কর্মসূচী। মহকুমা শাসকদের কাছে দাবি সনদ পেশ করা হবে। শঙ্কর বাবু জানান পরিবহণ শ্রমিকদের সমস্যা নিয়ে চার জুলাই রাজধানীতে মিছিল করে পরিবহণ অফিসে গণডেপুটেশন দেওয়া হবে।এতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পরিবহণ শ্রমিকরা যোগ দেবেন। তিনি জানান ১০ জুলাই সারা দেশের সঙ্গে রাজ্যেও দাবি দিবস পালন করা হবে।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM