দুই সপ্তাহ ব্যাপী আন্দোলনে বাম যুব সংগঠন

ত্রিপুরা আগরতলা : শিক্ষা=স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামলো বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। মঙ্গলবার ঊনকোটি জেলার কৈলাশহর থেকে শুরু হয়েছে দুই সপ্তাহ ব্যাপী আন্দোলন। এদিন আগরতলা মেলারমাঠ ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি পলাশ ভৌমিক, সঞ্জয় সাহা সহ অন্যরা। তাদের অভিযোগ রাজ্যে বেহাল অবস্থা শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্র। বেকারদের নেই কাজের সুযোগ। অভিযোগ নেশা কারবারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বেকারদের। এই অবস্থায় যুব সংগঠন দাবি জানায় শিক্ষা=স্বাস্থ্য সহ সমস্ত দপ্তরে শুন্যপদ পূরণ,এসটিজিটি, জিআরএস, ফায়ার সার্ভিস, জেল পুলিস, ত্রিপুরা পুলিস,গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ বন্ধ করা,নেশা কারবারীদের বিরুদ্ধে ও নেশার সাম্রাজ্যের অবসান করতে কঠোর ব্যবস্থা গ্রহণ, বেহাল শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ পরিষেবার হাল ফেরাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে