সামাজিক কাজ জগন্নাথ জিউ মন্দিরের

ত্রিপুরা আগরতলা : সামাজিক কাজে বরাবর এগিয়ে আসে জগন্নাথ চৈতন্য গৌরীয় মঠের বৈষ্ণবরা। জগন্নাথের রথযাত্রা উৎসব উপলক্ষেও সামাজিক কাজ হাতে নেয় জগন্নাথ জিউ মন্দিরের সন্ত- বৈষ্ণবরা। বুধবার আগরতলা জগন্নাথ জিউ মন্দিরে উদ্যোগে অটল বিহারী বাজপীয় আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে প্রসাদ, ঠাণ্ডা পানীয় বিলি করে। এদিন মঠের বৈষ্ণবরা হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে হাতে এসব তুলে দেন। উপস্থিত ছিলেন মঠের অধ্যক্ষ বিষ্ণু মহারাজ, আগরতলা মঠের মঠরক্ষক ভক্তি কমল বৈষ্ণব মহারাজ, মঠের সহ-পরিচালক বিকাশ শ্রমন মহারাজ সহ অন্য সাধুসন্তরা। জগন্নাথের আশীর্বাদে রোগীরা দ্রুত সুস্থ হয়ে যাবেন বলে জানা মঠের অধ্যক্ষ।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী