ত্রিপুরা আগরতলা : রাজধানীতে বেড়ে গেছে চুরির ঘটনা। মোটর বাইকের পাশাপাশি চোরেরা এখন থাবা বসাচ্ছে টম টমেও। অভিযোগ টম টম চুরি করে এর ব্যাটারি সহ অন্য যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেয় চোরেরা। সম্প্রতি বাইক ও টম টম চুরির অভিযোগ পূর্ব আগরতলা থানা এলাকায় ঘটে। মামলা নিয়ে পুলিস তদন্তে নামে। মেলে সাফল্য।পূর্ব আগরতলা থানার পুলিশ প্রথমে প্রানতোষ দেব নামে এক জনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর তার কাছ থেকে একটি টমটম ও দুটি বাইক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুইটি বাইকের মধ্যে একটি চুরি করা হয়েছিল ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে। অপর বাইকটি চুরি করা হয়েছিল মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে।প্রানতোষ দেবকে জিজ্ঞাসাবাদ করার পর এই চক্রের আরও ৪ জন জালে উঠে। একথা জানান সদর মহকুমা পুলিস আধিকারিক। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।
টম টম, বাইক সহ গ্রেপ্তার ৫ চোর
345
previous post