আগরতলা : ট্রেনে করে অবৈধ ভাবে নেশা সামগ্রী আদন প্রদান অব্যাহত। ফের জি আর পির হাতে আটক বিপুল পরিমাণ নেশা সামগ্রী।আগরতলা রেল স্টেশন থেকে আনুমানিক ৩০ লক্ষ টাকার ফেন্সিডিল। আটক করা হয়েছে ৯ জনকে। উদ্ধার হওয়া ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ ও আরপিএফ যৌথ ভাবে অভিযান চালায়। অভিযানে একটি কন্টেইনার থেকে ৫০ টি বস্তায় ১৫ হাজার ফেন্সিডিলের বোতল উদ্ধার হয়। এই নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আটক করা হয়েছে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন।ধৃতরা হল বিহারের বাসিন্দা অমিত কুমার শ্রীবাস্তব, উত্তর প্রদেশের বাসিন্দা চিন্টু যাদব, আগরতলার ভাটি অভয়নগরের বাসিন্দা সুমন মিয়া, খয়েরপুরের বাসিন্দা ছুটন দেব, তেলিয়ামুড়ার বাসিন্দা আক্তার হোসেন, আগরতলার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা রাজীব সূত্রধর, বিশালগড়ের নবিনগর এলাকার বাসিন্দা মাজারুল ইসলাম, তেলিয়ামুড়ার চান মিয়া এবং অম্পিনগর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস। মঙ্গলবার ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।তাদের জিজ্ঞাসাবাদ চালালে আরও তথ্য উঠে আসতে পারে বলে ধারণা।
ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন
3