সংগঠনের কর্মপরিষদের সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে জানালেন জি এম পি নেতৃত্ব

ত্রিপুরা আগরতলা : ১৫ আগস্ট থেকে একমাস ব্যাপী রাজ্যে সভ্যপদ সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে জিএমপি কেন্দ্রীয় কর্মপরিষদ। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তাদের এই কর্মসূচী। তিনি আশা প্রকাশ করেন সভ্যপদ সংগ্রহে বিপুল সাড়া মিলবে। শুক্রবার মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের নেতৃত্ব রাধাচরণ দেববর্মা। তিনি জানান ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের বৈঠক হয় ৩০ জুলাই। সভায় রাজনৈতিক, সাংগঠনিক সহ দেশ ও রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়। বৈঠকে কিছু কর্মসূচী ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাংবাদিক সম্মেলনে জি এম পির নেতৃত্ব রাধা চরণ দেববর্মা এদিন ফের সংগঠনের তরফে দাবি জানান চলতি অধিবেশনে সংবিধানের ১২৫ তম সংশোধনী বিল পাস করানোর জন্য ।তিনি জানান, এই বিল পাসের জন্য বহু আন্দোলন করা হয়েছে। তাই দ্রুত তা পাস করানোর দাবি জানান। তিনি বলেন এটা দীর্ঘদিনের দাবি। রাজ্য বিধানসভা ও এ ডি সি প্রশাসন থেকে বার কয়েক প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি এদিন তারা দাবি জানান নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জি এম পির নেতৃত্ব নরেশ জমাতিয়া ও অমলেন্দু দেববর্মা।

Related posts

Scouts and Guides play vital role in society: CM

হিমাচল প্রদেশের দুর্যোগ মানুষদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি

Chakma Script and Language Day to be observed on August 7: Ratan Lal Nath