যুব কংগ্রেস স্মরণ করলো ক্ষুদিরাম বসুকে

ত্রিপুরা আগরতলা : ব্রিটিশ বিরোধী সংগ্রামে মাত্র ১৮ বছর বয়সে শহীদ হয়েছিলেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাতে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে প্রদেশ যুব কংগ্রেস। রবিবার সন্ধ্যায় কংগ্রেস ভবনের সামনে হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা, মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী, শ্রেয়সী লস্কর সহ অন্যরা। তারা মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান শহীদ ক্ষুদিরামকে। যুব কংগ্রেস সভাপতি শহীদ ক্ষুদিরাম বসুর স্বাধীনতা সংগ্রামে ভূমিকা তুলে ধরেন।

Related posts

বাজেটের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গুণকীর্তন মুখ্যমন্ত্রীর

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠতে প্রস্তুত সকলে

রবীন্দ্র ভবনে শুরু হল দুই দিন ব্যাপী নর্থ ইস্ট জাপান ক্যারাভান