মুখ্যমন্ত্রী সকাশে আগরতলা পৌরনিগমের মেয়র সহ কর্পোরেটর

ত্রিপুরা আগরতলা : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে আজ আগরতলা পৌরনিগমের নির্বাচিত সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এই বৈঠকে মেয়র,ডেপুটি মেয়র, মেয়র ইন কাউন্সিলের সদস্যগন সহ প্রায় প্রত্যেকটি ওয়ার্ডের নির্বাচিত কর্পোরেটররা উপস্থিত ছিলেন।

 

বৈঠকে উপস্থিত কর্পোরেটররা নিজ নিজ এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কাজের তথ্য-বিবরণ ও আগামী দিনের জন্য বিভিন্ন প্রকল্পের প্রস্তাব তুলে ধরেন।

 

পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে তারা মুখ্যমন্ত্রীর গোচরে নিয়ে আসেন।

 

এই বৈঠকে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলা,স্মার্ট সিটি মিশনের বাস্তবায়ন, নগর এলাকা সৌন্দর্যায়ন , উন্নয়নমুলক কাজকে আরো তরান্বিত করা সহ জনগনের প্রতি দায়বদ্ধ থেকে আরো নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পরামর্শ দেন ডঃ সাহা।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী