বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ক্লাবের প্রতিষ্ঠা ও স্বাধীনতা দিসব পালন করবে সংহতি ক্লাব

ত্রিপুরা আগরতলা : প্রতিবছর ক্লাবের প্রতিষ্ঠা ও স্বাধীনতা দিবস পালন করে থাকে রাজধানীর বনেদী ক্লাব সংহতি ক্লাব। বিভিন্ন কর্মসূচী নিয়ে থাকে এই ক্লাব। এবছরও ৭৮ তম স্বাধীনতা দিবস ও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক কর্মসূচী নিয়েছে। সোমবার ক্লাব ঘরে সাংবাদিক সম্মেলনে জানান কর্মকর্তারা। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি শিশির মজুমদার, সম্পাদক তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যরা। ক্লাব সম্পাদক জানান, ১৫ আগস্ট সকালে সংহতি ক্লাবের পূজা প্রাঙ্গণে হবে রক্তদান , মরণোত্তর দেহদান, মরণোত্তর চক্ষুদান এবং আধার নিবন্ধীকরন শিবির। অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৩-২০২৪ সালের সদর সিনিয়র ক্লাব ক্রিকেটে সংহতি ক্লাব ত্রি-মুকুটের শিরোপা অর্জন, বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন, সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ এবং তপন মেমোরিয়েল নক্ আউটে বিজয়ী খেলোয়ারদের ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা নাগিছড়াস্থিত কাঠিয়া বাবা আশ্রমের মহারাজ সদানন্দ দাস, বিধায়ক তথা পুর নিগমের মেয়র এবং সংহতি ক্লাবের সম্পাদক দীপক মজুমদার। প্রতিবছরই সামাজিক কর্মসূচী নিয়ে থাকে ঐতিহ্যবাহী ক্লাব সংহতি।

 

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র