ট্রাফিক ব্যবস্থা নিয়ে বৈঠক

আগরতলা : আগরতলা শহরের বটতলা এলাকায় যাতে ট্রাফিক ব্যবস্থা সুচারুভাবে চলে তা নিয়ে বৈঠক। রবিবার ট্রাফিক সুপারের উপস্থিতিতে বৈঠক হয় নাগেরজলা একটি বেসরকারী বিয়ে বাড়িতে। উপস্থিত ছিলেন ট্রাফিক সুপার মানিক লাল দাস, টি আর টি সির চেয়ারম্যান বলাই গোস্বামী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব। এদিনের বৈঠক নাগেরজলা ও বটতলা এলাকার অটোচালকদের নিয়ে হয়। কিভাবে যান দুর্ঘটনা এড়ানো সম্ভব সেই সব বিভিন্ন বিষয় নিয়ে চালকদের সঙ্গে আলোচনা করা হয়। ট্রাফিক এস পির আলোচনায় তুলে ধরেন বিভিন্ন বিষয়। ট্রাফিক নিয়ম নীতি মেনে যাতে চালকরা যানবাহন চলাচল করেন। তা নাহলে নিয়ম লঙ্ঘন করলে জরিমানা দিতে হবে বলেও সাফ জানিয়ে রাখেন ট্রাফিক সুপার।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী