বিশ্ব ফটোগ্রাফি দিবসে মুখ্যমন্ত্রী

আগরতলা : ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’ উপলক্ষে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক আলোকচিত্র প্রদর্শনীর শুরু হল সোমবার। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই প্রদর্শনীর এদিন উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রদর্শনীর এবছরের বিষয় হচ্ছে ‘অকালবোধন’, ‘Akal Bodhan’, “Untimely awakening of Maa Durga. এদিন প্রদশর্নীর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এই প্রদর্শনী আয়োজনের সাধুবাদ জানান। তিনি বলেন, প্রদর্শনীর ছবি গুলি প্রশংসা যোগ্য। মুখ্যমন্ত্রী বিশ্ব আলোকচিত্র দিবসে এই কাজের সঙ্গে যুক্ত আলোকচিত্রীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। প্রদর্শনীতে মুখ্যমন্ত্রী প্রয়াত আলোকচিত্রী দেবাশীষ বরুয়া ও সুশান্ত দাশের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক দিয়ে শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রী প্রদর্শনীর আলোকচিত্র সহ পুরানো ক্যামেরার সংগ্রহ ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রী নিজেও এদিন একটি ছবি তোলেন। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরার উপাচার্য ডঃ রতন কুমার সাহা, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক রমাকান্ত দে, ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি প্রলয়জিৎ পাল। আগামী ২১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। প্রদর্শনীতে রাজ্যের চিত্র সাংবাদিকদের তোলা ‘অকালবোধন’ বিষয়ে ৭৬ টি ছবি প্রদর্শন করা হচ্ছে।

Related posts

ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিবের হাত ধরে উদ্বোধন হল কাজল স্মৃতি ফুটবল আসরের

চারতলা ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

২৯ জানুয়ারি উদ্বোধন হবে শিল্প ও বাণিজ্য মেলার