আগরতলা : সারা দেশের মধ্যে রক্তদানে ত্রিপুরার সুনাম রয়েছে। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য রক্তদান শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তগ্রহীতারা নিজেরাই জানেন না তারা কার রক্ত নিচ্ছেন। রক্তের কোন ধর্ম হয় না। রক্তদান মহৎ দান। বিজ্ঞানীরা অনেক কিছু আবিস্কার করেছে। কিন্তু রক্তের কোন বিকল্প আবিস্কার করতে পারেননি। রবিবার এক রক্তদান শিবিরে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার স্টুডেন্টস হেলথ হোমে এক হয় রক্তদান শিবির।রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গনচৌধুরী, জিবি ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাক্তার দেবজ্যোতি চৌধুরী সহ অন্যান্যরা। এদিনের রক্তদান শিবিরে বহু রক্তদাতা উৎসাহের সঙ্গে রক্তদান করেন।
রক্তদান শিবির মেয়রের উপস্থিতিতে
80