ত্রিপুরা মহিলা কমিশনের সাংবাদিক সম্মেলন

আগরতলা : ত্রিপুরা মহিলা কমিশন প্রতিনিয়ত কাজ করে চলেছে রাজ্যের মহিলাদের অধিকার সুরক্ষিত করতে।তবে মহিলা কমিশনেরও কিছু বিধিনিষেধ রয়েছে। শুক্রবার মহিলা কমিশনে সাংবাদিক সম্মেলনে একথা জানান কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা। তিনি বলেন,বর্তমান সময়ে সামাজিক মাধ্যম জনিত ঘটনা বেড়ে চলছে।আগেকার সময়ে পন প্রথা, গার্হস্থ্য হিংসা জনিত ঘটনা সমাজে বেশী ঘটত।এখন মোবাইল জনিত ঘটনা বেশী করে হচ্ছে। বাড়ছে পরকীয়া। ভাঙছে সংসার। মধ্যবিত্ত , উচ্চবিত্ত ,উচ্চ মধ্যবিত্ত -সমাজের প্রতিটি ক্ষেত্রেই একই সমস্যা দেখা যাচ্ছে। তিনি বলেন,এধরনের সমস্যার কিভাবে সমাধান সম্ভব সেই বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে।এদিন মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা বলেন কমিশনের ও কিছু বিধিনিষেধ রয়েছে। মহিলা কমিশন ১৮ বছরের নীচে কোন মহিলার সমস্যা হলে সেই বিষয় নিয়ে কমিশন কাজ করে না বা সেই বিষয়ে কোন রিপোর্ট তৈরী করে না।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন