নেশা কারবারিদের নতুন পরিকল্পনা ভেস্তে গেল

আগরতলা : পুলিসের চোখে ধুলো দিয়ে শহরের বুকে অবাধে ড্রাগস ব্যবসা চালিয়ে যেতে নতুন পদ্ধতি নেশা কারবারিদের। কিন্তু তাদের সেই চালাকি কাজে এলো না। পুলিস সেই পরিকল্পনা ভেস্তে দিল। গ্রেপ্তার করা হয় ব্রাউন সুগার সহ দুইজনকে। অভিযোগ সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নামের প্লেট ব্যবহার করতে শুরু করেছে। পুলিসি অভিযানে এমন গাড়ি আটকের পর রীতিমতো শহরের চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব আগরতলা থানার পুলিস শনিবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর মরা চৌমুহনীতে নগর উন্নয়ন দপ্তরের অতিরিক্ত অধিকর্তার নামে প্লেট লাগানো গাড়ি আটক করে।এই প্লেটের অপর পাশে ছিল টি এইচ সি এলের এডভাইজার লেখা। দুই নেশা কারবারিকে আটক করে তল্লাশি চালাতেই গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় দুই পাউচ ব্রাউন সুগার। এদিকে শনিবারই পূর্ব আগরতলা থানার পুলিস টাকারজলা এলাকা থেকে একটি চুরি যাওয়া বাইক সহ একজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে। মোটর বাইকটি চলতি মাসের ৯ তারিখ চুরি হয়েছিল।

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা