রাজধানীতে ফ্লাই ওভারে যান দুর্ঘটনায় আহত এক, ঘটনাস্থলে পুলিস

oplus_0

আগরতলা : যান সন্ত্রাস অব্যাহত রাজ্যে। অভিযোগ একাংশ যান চালকের অসাবধানতায় ঘটছে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্ঘটনা। আরও অভিযোগ দুর্ঘটনা বন্ধে ট্রাফিক- পুলিসের তরফে নেই কার্যকরী কোন পদক্ষেপ। রাজধানীতে যান দুর্ঘটনা কিছুতেই থামছে না। একের পর ঘটে চলেছে যান দুর্ঘটনা। ফের ফ্লাই ওভারে দুর্ঘটনা। আহত একজন। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে। জানা গেছে ড্রপ গেট এলাকায় স্পিড ব্রেকার একটি বাইক ধীর গতি করতেই একটি গাড়িতে অপর গাড়ির ধাক্কা দেয় । এতে দুই গাড়ির মাঝখানে পড়ে যায় একটি মোটর বাইক। ঘটনায় আহত হয় একজন। দুটি গাড়ি ও মোটর বাইকের অনেক ক্ষতি হয়েছে। গাড়ির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়।ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিস ও দমকল কর্মীরা। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিস দুটি গাড়ি ও বাইক থানায় নিয়ে যায়। ক্রমাগত যান দুর্ঘটনা বেড়ে চলাউ উদ্বিগ্ন সচেতন মহল।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে