আগরতলা : বহিঃরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান সরকারের সংশ্লিষ্ট দপ্তরের তরফে অর্থ না পাওয়ায় রাজ্যের পড়ুয়াদের সার্টিফিকেট ও মার্কশিট দিচ্ছে না বলে অভিযোগ। তাই সমস্যা নিরসনের দাবিতে মঙ্গলবার সংখ্যা লঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন পড়ুয়ারা। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে ২০১৯ সালে ডি.এল.এড কোর্স করার জন্য ৭৮ জন ছাত্র-ছাত্রীকে কলকাতার খড়গপুর একটি B.ED ট্রেনিং কলেজে ভর্তি করা হয় হয়। নির্দিষ্ট সময় দুই বছর শেষ হওয়ার পর পড়ুয়ারা চূড়ান্ত পরীক্ষায় বসেন। অভিযোগ কিন্তু চূড়ান্ত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও পড়ুয়াদের মার্কসিট ও শংসাপত্র দেওয়া হচ্ছে না কলেজ থেকে। চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতিষ্ঠান অর্থ না পাওয়ায় কলেজ থেকে পড়ুয়াদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। পাওনা টাকা মিটিয়ে দেওয়ার পর তারা মার্কসিট ও শংসাপত্র দিয়ে দেবে। এতে সমস্যায় পড়েন পড়ুয়ারা। উপায়ন্তর না দেখে তারা মঙ্গলবার দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করেন। সমস্যার কথা স্বীকার করে অধিকর্তা জানান অচিরেই এর সুরাহা হবে।
সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ ডি.এল.এড কোর্স করা পড়ুয়াদের
254