208
আগরতলা : সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব দুলাল দাস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে প্রয়াতকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় প্রয়াত নেতাকে। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে হয় শ্রদ্ধা জ্ঞাপন। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, দুলাল দাসের ব্যক্তি জীবন ছিল সহজ সরল। মানুষের জন্য সেবা করার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। একজন ডিপ্লোমাধারী ইঞ্জিনিয়ার হয়েও নিজেকে চাকরিতে জড়িয়ে রাখেননি। এদিকে এদিন স্মরণসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল, কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যরা। সকলেই প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।