আগরতলা : মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের শুভক্ষণে আজ সুস্থ নারী, শক্তিশালী পরিবার অভিযান শুরু হয় মধ্যপ্রদেশের ধর জেলায়।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো নারীর সুস্বাস্থ্যকে নিশ্চিত করা এবং তার মাধ্যমে পরিবারকে আরও সুসংহত ও শক্তিশালী করে তোলা।
এই উপলক্ষে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে এক বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।
এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সমাজসেবীগণ।
বিদ্যুৎ মন্ত্রী উনার বক্তব্যে বলেন, দেশের ইতিহাসে নরেন্দ্র মোদীর মতো কোনো প্রধানমন্ত্রী ছিলেন না। তিনি বিশেষ করে মহিলাদের জন্য নানান ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী মোদীজি স্লোগান দিয়েছেন— “সুরক্ষিত মহিলা, সুরক্ষিত পরিবার”। এই স্লোগান থেকেই বোঝা যায় নারী জাতির প্রতি তাঁর সহানুভূতিশীল মনোভাব ও সম্মানের দৃষ্টিভঙ্গি। ‘বিকশিত ভারত’ যে স্লোগান তোলা হয়েছে, তার মূল ভিত্তি হলো মহিলা, যুবক, কৃষি ও গরিব—এই চারটি স্তম্ভ। এই চারটি ক্ষেত্রের উন্নতি ঘটলেই দেশের অগ্রগতিকে আর কেউ থামাতে পারবে না। তাই এই ক্ষেত্রগুলির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।
তিনি বলেন, দেশের নাগরিকদের সুরক্ষার জন্য কেন্দ্রীয়ভাবে জন আরোগ্য যোজনা-র আওতায় আয়ুষ্মান কার্ড দেওয়া হচ্ছে এবং আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা-য় প্রত্যেককে ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা প্রদান করা হয়েছে। এ ধরনের স্বাস্থ্য শিবির গোটা রাজ্যে সাত সহস্রাধিক আয়োজন করার পরিকল্পনা রয়েছে। বিশেষত মহিলা, মা-বোন ও শিশুদের সুরক্ষার জন্য এই শিবিরের ব্যবস্থা করা হয়েছে।
আজ মন্ত্রী, টিবি-আক্রান্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন।