জন্মদিনে কল্যাণীতে হিজম ইরাবতকে স্মরণ

আগরতলা : প্রতিবছর মণিপুরের স্বাধীনতা সংগ্রামী হিজম ইরাবত সিং এর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। সোমবার মণিপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হিজম ইরাবত সিং-র ১২৮’তম জন্মদিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে এদিন সকালে রাজধানীর কল্যাণীস্থিত হিজম ইরাবত সিংর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সিপিআই ত্রিপুরা রাজ্য পরিষদ, মনিপুরী সাহিত্য পরিষদ ও পুর নিগমের তরফে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য পরিষদের সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস, সিপিআই রাজ্য কমিটির সদস্য ধনমনি সিং সহ অন্যান্যরা। সিপিআই রাজ্য সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস জানান মনিপুরে সিপিআই পার্টির প্রতিষ্ঠা করেছিলেন হিজাম ইরাবত সিং। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। এদিন সকালে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান।

 

Related posts

ড্রাগস সহ ৫ জন গ্রেপ্তার রাজধানীতে

সাড়া জাগিয়ে শুরু হয়েছে যুব সংসদ প্রতিযোগিতা

সরকারকে তিন মাস সময় বেঁধে দিল আত্মসমর্পণকারী বৈরীরা