শতাধিক ভোটার বিজেপি- সিপিএম ছেড়ে কংগ্রেসে শামিল

আগরতলা : জিরানিয়া মহকুমা শাসক দলে বড় ভাঙন। চলতি বছরে সম্ভবত এ ডি সি ভিলেজ কমিটির নির্বাচন হতে পারে। এর আগে ঘর গোছাতে মরিয়া কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে হয় যোগদান সভা। মান্দাই ও খয়েরপুর বিধানসভা এলাকায় শাসক দলে থাবা বসায় কংগ্রেস। এদিন দুই বিধানসভা কেন্দ্র থেকে ২৭ পরিবারের ১২৮ জন ভোটার কংগ্রেসে যোগ দেন। তাদের মধ্যে অধিকাংশই বিজেপির। এছাড়া রয়েছে সিপিএম- দলেরও।প্রদেশ কংগ্রেস ভবনে এক যোগদান সভার মধ্যদিয়ে নবাগতদের কংগ্রেস দলে বরণ করে নেন কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ। নবাগতদের দলে বরণ করে নেওয়ার পর কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ বলেন তারা বুঝতে পেরেছে একমাত্র কংগ্রেস দল মানুষের স্বার্থে কথা বলে। ফলে অন্য কোন দল করার কোন মানে নেই।তিনি বলেন আগামী দিনে কংগ্রেসে যোগদান অব্যাহত থাকবে।

 

Related posts

পূর্ব আগরতলা থানার পুলিসের জালে যুবতী সহ ৪

শ্রম ভবনে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বাইক রেলি