এক ভারতীয় দালালকে আটক করলো জি আর পি থানার পুলিস

আগরতলা : অবৈধভাবে বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের ভারতের প্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করার অভিযোগ উঠে আসে ভারতীয় নাগরিক নাজমুল হোসেনের বিরুদ্ধে। অভিযোগ অনেকদিন ধরে দালালের কাজ করে আসছেন এই ব্যক্তি। বৃহস্পতিবার আগরতলা জী আর পি থানার পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করে। মানব পাচারের সাথে যুক্ত থাকায় ভারতীয় নাগরিককে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত মানব পাচারকারীর নাম নাজমুল হোসেন। তার বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকায়। সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ-এর সহযোগিতা নিয়ে মতিনগর গিলামুরা এলাকা থেকে নাজমুল হোসেন নামে দালালকে গ্রেপ্তার করা হয়েছে। জিআরপি থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে নাজমুল হোসেনের নাম উঠে এসেছে। সে বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের অবৈধভাবে রাজ্যে আসতে সহযোগিতা করে। একথা জানান জি আর পি থানার ওসি তাপস দাস।

 

 

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে