আগরতলা : দর্শনার্থীদের জন্য ষষ্ঠীতে মণ্ডপ খুলে দেওয়া হল রাজধানীর সরোজ সংঘের। বুধবার দেবীর বোধনের সকালে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য-র হাত ধরে উদ্বোধন হলো সরোজ সংঘ ক্লাবের পূজা মণ্ডপের। পাশাপাশি এদিন বস্ত্র বিতরণ করা হয়। সাংসদ রাজীব ভট্টাচার্য নিজে এলাকার দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন। সাথে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা।সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী পূজা দুর্গা পূজা। প্রতিবছরের মতো এবারো বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা দেবীর দুর্গার আরাধনায় ব্রতী হয়েছে। সরোজ সংঘও দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয়েছে। পাশাপাশি তারা এলাকার দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সরোজ সংঘের এই উদ্যোগের প্রশংসা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।
দর্শনার্থীদের জন্য ষষ্ঠীতে মণ্ডপ খুলে দেওয়া হল রাজধানীর সরোজ সংঘের
83
previous post