আগরতলা : শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজায় বিলেতি মদের দোকান চারদিন বন্ধ থাকে। ফলে এসময়ে মদের দেদার কালোবাজারি হয়। ফুলে ফেঁপে উঠে কালোবাজারিরা। অভিযোগ একাংশ অসাধু লোক অবৈধ ভাবে প্রচুর পরিমাণে বিলেতি মদ মজুদ করে রাখে বিভিন্ন জায়গায়। বেশি দামে তারা পূজার দিন গুলিতে বিক্রি করে।এসবের বিরুদ্ধে পুলিস অভিযানও চালায়। ষষ্ঠীর রাতে গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার পুলিস অভিযান চালায় রাজধানীর রাধানগর এলাকায়। স্থানীয় বাসিন্দা বিশ্বজিত সাহার বাড়িতে অভিযান চালিয়ে পুলিস প্রচুর বিলেতি মদ উদ্ধার করে। প্রায় ৩১৬ বোতল বিলেতি মদ উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা বলে জানান থানার ভারপ্রাপ্ত ইনচার্জ পরিতোষ দাস। তিনি জানান অভিযুক্ত পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত করছে পুলিস।
রাধানগরে অভিযান চালিয়ে উদ্ধার বিলেতি মদ
117
previous post