আগরতলা : মহিলা কংগ্রেসের শক্তি অভিযান কর্মসূচীর সূচনা হল রাজ্যে। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের এর সূচনা করেন ত্রিপুরা মহিলা কংগ্রেসের অবজারভার মমতাজ বেগম। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এর সূচনা করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বর্ষীয়ান কংগ্রেস নেতা পীযূষ কান্তি বিশ্বাস, মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যরা। সাংবাদিক সম্মেলনে মমতাজ বেগম বলেন,ইন্দিরা ফেলোশিপ প্রোগ্রাম হল ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি উদ্যোগ, যা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর স্মরণে গঠিত হয়েছিল।সর্বভারতীয় স্তরে এই কর্মসূচী প্রায় এক বছর আগে চালু হয়েছে। সোমবার ত্রিপুরায় আনুষ্ঠানিক ভাবে এর সূচনা করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক প্রতিনিধিত্ব সহ প্রশাসনের বিভিন্ন দিকগুলিতে মহিলাদের উত্সাহিত ও ক্ষমতায়নের জন্য ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়েছে।তিনি বলেন, নেতা রাহুল গান্ধী রাজনীতি এবং জাতি গঠনে মহিলাদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার ধারণায় গভীরভাবে বিনিয়োগ করেছেন এবং শক্তি অভিযান নামক এই বিপ্লবে যোগ দেওয়ার জন্য মহিলাদের আহ্বান জানিয়েছেন।এক বছরের স্বল্প সময়ে, ৩০০ জনেরও বেশি ফেলো ২৮টি রাজ্যে এবং ৩৫০টি ব্লকে ৪৩০০ টি শক্তি ক্লাব প্রতিষ্ঠা করেছে। তিনি আরও বলেন, তাদের লক্ষ্য হল সংস্থান, সুযোগ এবং ক্ষমতা কাঠামোতে নারীরা যাতে ৫০ শতাংশ ভাগ পায় তা নিশ্চিত করা।
রাজ্যে সূচনা হল মহিলা কংগ্রেসের শক্তি অভিযান কর্মসূচী সর্বভারতীয় নেত্রীর উপস্থিতিতে
116