আগরতলা : জাতি-জনজাতি সহ সকলে মিলে ত্রিপুরা রাজ্যে দুর্গা পুজায় শামিল হয়। উভয় সম্প্রদায়ের মানুষ মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে হবে। এবার জনজাতি এলাকায়ও দুর্গা পূজা হয়েছে।রাজধানীর মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ের সামনে মায়ের গমন কার্নিভ্যালের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।প্রতিবছরের মতো এই বছরও তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হয় মায়ের গমন অনুষ্ঠান। তবে এই বছর মায়ের গমন অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছে।
সিটি সেন্টারের সামনের পরিবর্তে এবার মায়ের গমন অনুষ্ঠানের আয়োজন করা হয় মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ের সামনে। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী।আগরতলা শহরের বড় বড় ক্লাব গুলি এক এক করে তাদের মূর্তি নিয়ে র্যা লি করে দশমীঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা সবুজ পতাকা নেড়ে এর সূচনা করেন। সুচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী,রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন,তথ্য ও সংস্কৃতি দপ্তেরের সচিব পি কে চক্রবর্তী সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন জাতি-জনজাতি সহ সকলে মিলে ত্রিপুরা রাজ্যে দুর্গা পুজায় শামিল হয়। উভয় সম্প্রদায়ের মানুষ মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে হবে।পুরানো ইতিহাসকে পুনরুদ্ধার করে নতুন করে ইতিহাস সৃষ্টি করা হয়েছে মায়ের গমন অনুষ্ঠানের আয়োজন করে।এদিন মায়ের গমন অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ রাজধানীতে ভিড় করেছেন।