আগরতলা : মঙ্গলবারও চলে হাওড়া নদীর দশমিঘাটে প্রতিমা নিরঞ্জন। এদিন বেশ কয়েকটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়।১২ অক্টোবর থেকে সোমবার গভীর রাত্রি পর্যন্ত বটতলা দশমীঘাটে ৩১৬ টি দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হয়েছে।মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমনটা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরও জানান এখনো দশমীঘাটে আলো থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। কার্নিভ্যালের দিন সকল ক্লাব গুলিকে প্রতিমা নিরঞ্জনের জন্য আহ্বান জানানো হয়েছে। তারপরও জয়নগর এলাকার কিছু কিছু ক্লাব প্রতিমা নিরঞ্জন করেনি। মূলত তারা স্বাভাবিক প্রতিমা নিরঞ্জনে যেন কোন বাধা না আসে তার জন্য তারা কার্নিভ্যালের দিন প্রতিমা নিরঞ্জন করেনি। সেই ক্লাব গুলি মঙ্গলবার প্রতিমা নিরঞ্জন করে বলে জানান মেয়র।