আগরতলা : একেবারে শান্তিপূর্ণভভাবে এবছর সম্পন্ন হল না কার্নিভাল। অনুষ্ঠানের মাঝে রাতে ছন্দপতন একটি ক্লাবের বেসরকারি বাউন্সারের দৌলতে। কালিমালিপ্ত হল তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত মায়ের গমন কার্নিভ্যাল। অভিযোগ দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের বাউন্সারদের আক্রমণে আহত তিন শিশু। ঘটনা রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকায়। প্রতিবাদে সড়ক অবরোধ অভিভাবকদের। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।সোমবার ছিল মায়ের গমন কার্নিভ্যাল । রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে মায়ের গমন কার্নিভ্যালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শুরুটা ঠিকঠাক থাকলেও শেষটা মোটেও ভালো ভাবে হয় নি। মায়ের গমন কার্নিভ্যালকে সামনে রেখে আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আরক্ষা প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ঘটে গেল অনভিপ্রেত ঘটনা। আর এই অনভিপ্রেত ঘটনার জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব দায়ী বলে অভিযোগ। আরক্ষা প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হলেও দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব মূর্তি নিয়ে যাওয়ার সময় সাথে নিয়ে আসে বাউন্সার। আর এই বাউন্সাররা পোস্ট অফিস চৌমুহনী এলাকায় আক্রম চালায় মায়ের গমন কার্নিভ্যাল দেখতে আসা সাধারন মানুষের উপর। এতে আহত হয় তিন শিশু। আহত শিশুদের অভিভাবকরা এদিন প্রশ্ন তোলেন আগরতলা শহরের মতো জায়গায় বাউন্সার নিয়ে আসার কি প্রয়োজন ছিল। তাহলে কি আরক্ষা প্রশাসনের উপর ভরসা নেই দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের?অভিযোগ দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের বাউন্সাররা লাঠি ও লোহার রড দিয়ে আক্রমণ করেছে সাধারন মানুষ সহ শিশুদের উপর। এই ঘটনার প্রতিবাদে আক্রান্ত তিন শিশুর অভিভাবক সহ সাধারন জনগণ পশ্চিম থানার নাকের ডগায় সড়ক অবরোধে সামিল হয়। ঘটনাস্থলে সদর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়। আহত তিন শিশুকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে। সড়ক অবরোধকারীরা দাবি জানান দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের বাউন্সারদের গ্রেপ্তার করতে হবে। মহকুমা পুলিশ আধিকারিক আশ্বাস দেন আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিন্দায় মুখর হন সচেতন মহল।
একেবারে শান্তিপূর্ণভভাবে এবছর সম্পন্ন হল না কার্নিভাল
150
previous post