আগরতলা : আগরতলা শহরের ক্লাবগুলিতে আগে বিবাদ লেগে থাকতো। এক সময় ক্লাব গুলিতে ছিল হানাহানি। কিন্তু বর্তমান সময়ে ক্লাব গুলিতে এসব। সেই সংস্কৃতি থেকে ক্লাব গুলি বেরিয়ে এসেছে। এখন শহরের ক্লাব গুলির মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে।রাজধানীর শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। এই ক্লাবের ৭১ তম প্রতিষ্ঠা দিবসে ৩ আগস্ট শুরু হয় শিশু উৎসব। রবিবার ছিল শিশু উস্তবের সমাপ্তি। এদিন ক্লাব প্রাঙ্গণে শিশুদের মধ্যে দাবা, অঙ্কন প্রতিযোগিতা ছাড়াও রক্তদান শিবির। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা ছাড়াও পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের কর্পোরেটর সুখময় সাহা সহ ক্লাবের কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন জিবি হাসপাতালের উপর চাপ কমানো সম্ভব হবে রাজ্যের জেলা হাসপাতাল গুলিতে চিকিৎসা পরিষেবার প্রসার ঘটানো গেলে । রাজ্য সরকার সেই দিশাতে কাজ করছে। তিনি বলেন, বর্তমান সরকার চিকিৎসকদের পদোন্নতির ব্যবস্থা করেছে। যা কিনা আগে হতো না। রাজ্যে পথ চলা শুরু করেছে ডেন্টাল কলেজ। এদিনই সমাপ্ত হবে ক্লাবের শিশু উৎসবের। বৃষ্টির মধ্যেই লোকজন বেশ উৎসাহ নিয়ে রক্তদান করেন শিবিরে এসে।
এখন শহরের ক্লাব গুলির মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে- মুখ্যমন্ত্রী
286
previous post